প্রকাশিত: Sat, Dec 2, 2023 5:58 PM আপডেট: Sun, Jan 25, 2026 11:37 PM
[১]বিয়ের আসর থেকে বর চলে যাওয়ায় কনের আত্মহত্যা
জাফর ইকবাল খুলনা, [২] পাইকগাছায় বিয়েতে দুপরে মধ্যে কথা কাটাকাটির জেরে বিয়ে না করেই চলে যান বরপ। এর ৪ দিন পর কনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। [৩] জানা গেছে, গত সোমবার উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামের ঠাকুরদাস মন্ডলের মেয়ে তুলি মন্ডলের (১৮) সঙ্গে সুদীপ্ত মন্ডলের (২৫) বিয়ের আয়োজন করা হয়। সুদীপ্ত বটিয়াঘাটাা উপজেলার কাইয়ুমখোলা গ্রামের বিষ্ণুপদ মন্ডলের ছেলে।
[৪] স্থানীয়রা জানায়, গোধূলিলগ্নে বিয়ের কাজ সম্পন্ন হওয়ার কথা। কিš' বরপরে লোকেরা রাত ৯টার দিকে আসায় গোধূলি লগ্ন পার হয়ে যাওয়ায় বিয়ে হয়নি। পরে রাত ১২টা বা ৩টার লগ্নে বিয়ের কাজ সম্পন্ন করতে চেয়েছিল মেয়েপ। ছেলেপ তাতে রাজী না হয় রাত ১০-১১টার মধ্যে বিয়ের কাজ শেষ করতে বলেন। এ নিয়ে উভয়পরে মধ্যে মতবিরোধ দেখা দেয়।
এ সময় ছেলেপরে লোকেরা ক্ষুব্ধ হয়ে চলে যায়।